chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সীতাকুণ্ডে চলন্ত কাভার্ড ভ্যানে আগুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত কাভার্ড ভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তাতে ভেতরে থাকা মালামাল পুড়ে গিয়ে অর্ধলক্ষ টাকার ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের তথ্যমতে, রাতে পণ্যবাহী কাভার্ড ভ্যান মহাসড়কের বাঁশবাড়িয়া বাজার এলাকা অতিক্রম করছিল। এ সময় হঠাৎ গাড়িতে আগুন ধরে যায়। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ফিরোজ মিয়া বলেন, ওভারহিটের কারণে ব্যাটারির অ্যাসিড থেকে কনটেইনারের ভেতরে আগুনের সূত্রপাত হয়। তাতে ভেতরে থাকা অর্ধলাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে সঠিক সময়ে আগুন নেভানোর ফলে ক্ষতি কম হয়েছে।

তাসু/চখ

 

এই বিভাগের আরও খবর