পরিমাপ যন্ত্রে কারচুপি, তিন ব্যবসায়ীকে জরিমানা
চন্দনাইশে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
চন্দনাইশে ওজনে কম দেওয়া এবং পরিমাপ যন্ত্রে ত্রুটি থাকায় তিন ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকার জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
আজ সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার পুরাতন গাছবাড়িয়া কলেজ গেট ও বাগিচাহাট বাজারে এ অভিযান চালানো হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা এ অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, আজ সকাল থেকে দুপুর পর্যন্ত চন্দনাইশ পুরাতন গাছবাড়িয়া কলেজ গেট ও বাগিচাহাট বাজারে অভিযান চালানো হয়েছে। এ সময় সরকারি নির্দেশনা উপেক্ষা করার অপরাধে ৩ ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে চন্দনাইশ থানা পুলিশের একটি দল ও ভূমি অফিসের কর্মচারীরা সহযোগিতা করেন।
–চখ/আরএ