ভোলা-২ আসনের সাবেক এমপি মুকুল গ্রেফতার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর মিরপুর এলাকায় নাহিদুল ইসলামকে হত্যা ঘটনায় ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল (৫৫) কে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (১৩ নভেম্বর) রাতে তাকে রাজধানীর হাজারীবাগ থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমকে এ জানানো হয়েছে।
র্যাব জানিয়েছে, গত ১৯ জুলাই রাজধানীর মিরপুর এলাকায় আন্দোলন চলাকালে নাহিদুল ইসলামকে হত্যা করা হয়। পরে সেই ঘটনায় থানায় একটি মামলা হয়। এ মামলার অন্যতম আসামি ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল (৫৫)। তিনি এতদিন আত্মগোপনে ছিলেন।
অবশেষে তাকে হাজারীবাগের একটি বাসা থেকে আজ রাতে গ্রেফতার করা হয়ে।
- ফখ|চখ