chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৫ দিন পেছাল

বিশ্ব ইজতেমার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ক  ইউনিটের ভর্তি পরীক্ষার সময়সূচি ১৫ দিন পিছিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ‘ক ইউনিটের পরীক্ষা আগামী ১ জানুয়ারির পরিবর্তে ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

বুধবার (১৩ অক্টোবর) ঢাবির ডিনস কমিটির পরামর্শ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিশ্ব ইজতেমার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের পরীক্ষা  পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৩ জানুয়ারি আইবিএ ইউনিট, ৪ জানুয়ারি চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অঙ্কন), ২৫ জানুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিট এবং ১৫ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

 

চখ/মীম

এই বিভাগের আরও খবর