chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ছিটকে গেলেন রাসেল, ফিরলেন জোসেফ

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ তিনটি ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েছেন শামার জোসেফ। তার জায়গায় ফিরেছেন আলজারি জোসেফকে। শেষ তিনটি ম্যাচ থেকে ছিটকে গেছেন আন্দ্রে রাসেলও।

ব্যক্তিগত কারণে গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেননি রাসেল। এই সিরিজ দিয়েই দলে ফিরেছিলেন তিনি। প্রথম ম্যাচে চার ছক্কায় ১৭ বলে ৩০ রানের ইনিংস খেলেন, বল হাতে উইকেট পাননি। অ্যাঙ্কেলের চোটের কারণে দ্বিতীয় ম্যাচে খেলেননি তিনি।

এবার রাসেল ছিটকে গেলেন অবশিষ্ট সিরিজ থেকেই। তিনি ছিটকে পড়ায় দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার শামার স্প্রিঙ্গার। ব্যাটে-বলে বিকল্প বাড়াতে দলে যোগ করা হয়েছে এই অলরাউন্ডারকে।

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে অধিনায়ক শাই হোপের সঙ্গে রাগারাগি করে মাঠ ছেড়েছিলেন জোসেফ। যার কারণে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন তিনি। সাজা ভোগ করে আবারও দলে ফিরেছেন জোসেফ।

তার বিকল্প হিসেবে দলে নাম লিখিয়েছিলেন ম্যাথু ফোর্ড। শেষ তিন ম্যাচে থাকছেন ফোর্ডও। প্রথম দুই ম্যাচেই হেরে গিয়ে সিরিজ হারের দ্বারপ্রান্তে আছে ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচেই তাদের বোলিং আক্রমণে ঘাটতি ছিল।

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি স্কোয়াড: রভম্যান পাওয়েল (অধিনায়ক), রস্টন চেজ, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, টেরেন্স হাইন্ডস, শেই হোপ, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুড়াকেশ মোতি, নিকোলাস পুরান, শারফানে রাদারফোর্ড, রোমারিও শেফার্ড এবং শামার স্প্রিঙ্গার।

ইউ/চখ

এই বিভাগের আরও খবর