সাগরিকায় ফোম কারখানায় অগ্নিকাণ্ড
চট্টগ্রামের সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশে একটি ফোম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৩ নভেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে আগুনের সূত্রপাত হয়।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায় নি।
বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ফায়ার ফাইটার আব্দুল আজিজ বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে। আমাদের কাছে খবর এসেছে ওটা একটা ফোম কারখানা। আগুন লাগার কারণ সম্পর্কে বিস্তারিত পরে জানা যাবে।’
চখ/ককন