chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মিরসরাইয়ের সাবেক মেয়রসহ ৪৮ নেতার নামে মামলা

মিরসরাই পৌরসভার সাবেক মেয়র মো. গিয়াস উদ্দিনকে প্রধান করে আরও ৪৮ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১২টায় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

বিএনপির চেয়ারাপরসন খালেদা জিয়ার উপদেষ্টা লায়ন মো. আসলাম চৌধুরীর গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা এই মামলায় মিরসরাই পৌরসভার সাবেক মেয়র মো. গিয়াস উদ্দিন, কাটাছরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার সবুজ, মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামছুল আলম দিদার, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম মাস্টার, উপজেলা আওয়ামী লীগ নেতা সিরাজ উদ দৌলা, কাউন্সিলর শাখের ইসলাম রাজু, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপুসহ মিরসরাই পৌরসভার কাউন্সিলর, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০১৫ সালের ১৫ জানুয়ারি মিরসরাই পৌরসভার ৮নং ওয়ার্ডের নাজিরপাড়া এলাকায় দলীয় কর্মসূচী শেষ করে ফেরার পথে মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. গিয়াস উদ্দিনের হুকুমে মামলার অন্যান্য আসামিরা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন মো. আসলাম চৌধুরীর গাড়িসহ ১৫-২০টি ল্যান্ড ক্রুজারসহ অন্যান্য গাড়ি ভাঙচুর করে। এছাড়াও কয়েকটি গাড়িতে আগুন জ্বালিয়ে দেয় এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে প্রায় ২কোটি ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এছাড়া আসামিদের হাতে থাকা লাঠিশোঠা ও দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে আমিসহ বিএনপির অনেক নেতাকর্মীকে হত্যার উদ্দেশে হামলা করে। হামলায় মিরসরাই উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আফসার মিয়াসহ অনেকে আহত হয়। এই ঘটনায় কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করলে প্রাণনাসের হুমকি প্রদান করে।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল কাদের জানান, ২০১৫ সালের ১৫ জানুয়ারি বিএনপির চেয়ারাপরসন খালেদা জিয়ার উপদেষ্টা লায়ন মো. আসলাম চৌধুরীর গাড়িবহওে হামলার ঘটনায় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম বাদি হয়ে ৪৮ জন এজাহারনামীয় ও অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামি করে মামলা (নং-১০) দায়ের করেন। মামলায় মিরসরাই পৌরসভার সাবেক মেয়র মো. গিয়াস উদ্দিনকে প্রধান আসামি করা হয়েছে। মামলার এজাহারনামীয় আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

চখ/ককন

এই বিভাগের আরও খবর