chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও ১৪ সদস্যের দায়িত্ব গ্রহণ

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দ্বায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইসহ ১৪ জন সদস্য।
সোমবার (১১ নভেম্বর) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের হলরুমে এই যোগদান ও দায়িত্ব গ্রহণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় যোগদান পত্রে স্বাক্ষর করে চেয়ারম্যান ও সদস্যরা বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেন এবং পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ এর কাছে যোগদানের অনুলিপি জমা দেন।
পরে পার্বত্য জেলা পরিষদে ন্যস্ত ২৮টি বিভাগের প্রধান ও উপস্থিত জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং নবনিযুক্ত সদস্যসহ সুধীজনদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য প্রদান করেন নবাগত চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।
এসময় নবাগত সদস্য রাজুময় তঞ্চঙ্গ্যা, ম্যা ম্যা নু, অ্যাডভোকেট উবাথোয়াই মার্মা, উম চিং মারমা, খামলাই ম্রো, মং এ চিং চাক, ডা. সানাই প্রু ত্রিপুরা, লাল জারলম বম, নাং ফ্রা খুমী, সাইফুল ইসলাম, মোহাম্মদ নাছির উদ্দিন, মুহাম্মদ আবুল কালাম, অ্যাডভোকেট মাধবী মার্মা, খুরশিদা ইসহাক তারে অভিব্যক্তি প্রকাশ করেন এবং পার্বত্যবাসীর উন্নয়নে কাজ করার আশা ব্যক্ত করেন।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর তৎকালীন সরকার মনোনীত বান্দরবান পার্বত্য পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা এবং ১৪ সদস্য আত্মগোপনে চলে যান। এরই প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার গত ৭ নভেম্বর এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে অধ্যাপক থানজামা লুসাইকে চেয়ারম্যান ও ১৪ সদস্য বিশিষ্ট নতুন অন্তর্বর্তীকালীন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ গঠন করে প্রজ্ঞাপন জারি করেন।
  • ফখ|চখ
এই বিভাগের আরও খবর