chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রাম কলেজ ‘ছাত্রলীগ’ নেতা গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চট্টগ্রাম কলেজ শাখার একজন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৯ নভেম্বর নগরের পাঁচলাইশ থানা এলাকা থেকে আদনান খুরশিদ দিগন্ত নামে ওই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করে গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি টিম। 

আদনান খুরশিদ চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি হাটহাজারী থানার চৌধুরী হাট এলাকার শিকদারপাড়ার অধ্যাপক খুরশিদ আলমের ছেলে। বর্তমানে তিনি নগরের মুরাদপুর এলাকায় বসবাস করেন।

নগর পুলিশের উপকমিশনার (অপরাধ) রইছ উদ্দিন  বলেন, ‘ছাত্রলীগ নেতা আদনান খুরশিদ দিগন্তকে গতকাল রাতে পাঁচলাইশ এলাকা থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশের একটি দল। তার বিরুদ্ধে ২০২৩ সালের একটি মামলা রয়েছে। আমরা এটি যাচাই-বাছাই করছি।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মূলত আজকে ঢাকায় আওয়ামী লীগের সমাবেশ হওয়ার কথা—সেই পরিস্থিতিকে কেন্দ্র করে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

-চখ/আরএ

এই বিভাগের আরও খবর