চট্টগ্রামে পাঁচ শতক খাসজমি উদ্ধার
চট্টগ্রাম নগরের এ কে খান মোড়ে উত্তর পাহাড়তলী মৌজার সাড়ে পাঁচ শতক সরকারি খাসজমি উদ্ধার করা হয়েছে। এই জমির বাজারমূল্য সাড়ে পাঁচ কোটি টাকা। রোববার জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত জায়গাগুলো উদ্ধার করেন।
নিবার্হী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী জানান, কয়েকদিন আগে ভূমিদস্যূরা মূল্যবান জমিটি রাতের আঁধারে টিন দিয়ে ঘিরে দখলে নেয়। অভিযান অবৈধভাবে দখল করা সকল স্থাপনা অপসারণ করা হয়। পরে বিএস ১ নম্বর খতিয়ানভূক্ত সাড়ে পাঁচ শতক জমিতে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।
- ফখ/চখ