chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

উখিয়ায় মিলিটারি গ্রেডের গ্রেনেড উদ্ধার

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী মরাগাছ তলা এলাকায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ পরিত্যক্ত বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে যৌথ বাহিনী। উদ্ধারকৃত বিস্ফোরকের মধ্যে রয়েছে ৪টি আরজে হ্যান্ড গ্রেনেড (৩টি জলপাই রঙের ও ১টি গাঢ় জলপাই রঙের) এবং লালচে বাদামী রঙের ৫টি এম-৬৭ হ্যান্ড গ্রেনেড।

এ ঘটনায় উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (নং-৩৯২, তাং-০৮-১১-২০২৪) করা হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (৮ নভেম্বর) রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়।

উখিয়া থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে যৌথ বাহিনীর অভিযানে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী মরাগাছ তলা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৪টি আরজে হ্যান্ড গ্রেনেড ও ৫টি এম-৬৭ হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়। পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া বিস্ফোরক দ্রব্য রামু সেনানিবাসের কাছে হস্তান্তর করা হয়েছে।

উখিয়া থানার অফিসার ইন-চার্জ ওসি আরিফ হোসেন উদ্ধার কার্যক্রমের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। গ্রেনেডগুলো কিভাবে সেখানে এলো এবং কারা এর পেছনে জড়িত? সে রহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত আছে।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর