ফটিকছড়িতে সুপারির বিষক্রিয়ায় প্রবাসীর মৃত্যু
চট্টগ্রামের ফটিকছড়িতে কাঁচা সুপারি পানিতে ভিজিয়ে মজানোর গভীর গর্তে নেমে আহত মো. তৌহিদ (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগে একই ঘটনায় আপন দুই ভাই মো. শহিদ এবং মো. শফি মারা যান।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তৌহিদের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. মহিন উদ্দিন বলেন, নিহত মো. তৌহিদ পাইন্দং ইউনিয়নের পশ্চিম হাইদচকিয়া সোনামিয়া সরকার বাড়ির মো. এজাহার সওদাগরের ছেলে। প্রবাসে থেকে কিছুদিনের জন্য ছুটিতে এসেছিল তৌহিদ। ছুটি কাটিয়ে আবারও প্রবাসে চলে যাওয়ার কথা ছিল। মর্মান্তিক এ ঘটনায় এখনও আরও দুজন চিকিৎসাধীন।
বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. কামাল উদ্দিন বলেন, খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে ১জন নারী ও ৫জন পুরুষকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। একটি ৭ থেকে ৮ ফিট গর্তে সুপারি রাখা হয়েছিল। সে সুপারি তুলতে গিয়েই মূলত এ ঘটনা ঘটেছে। গর্তটিতে সুপারির গন্ধে অতিরিক্ত মিথেন গ্যাস তৈরি হয়। ফলে অক্সিজেনের অভাবে কেউ কেউ জ্ঞান হারিয়ে ফেলেন, কেউ অসুস্থ হয়ে পড়েন।
তাসু/চখ