বাঁশখালীতে সাবেক চেয়ারম্যানের জমির সীমানা প্রাচীর তুলে নেওয়ার অভিযোগ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ওসমান গণি চৌধুরী ও বাবুল চৌধুরীর মৌরশী খতিয়ানভুক্ত জায়গায় রাতের আঁধারে পিলার ও তারজালীর সীমানা প্রাচীর ভাঙচুর, লুট ও আধা পাকা ধান ক্ষেত ক্ষতিসাধনের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার ভোর রাতে চাম্বল এলাকার পশ্চিম চাম্বল ২ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। সীমানা প্রাচীর ভাঙচুরের এ ঘটনায় এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষে মুরাদুল ইসলাম চৌধুরী বাদী হয়ে একই এলাকার লিয়াকত আলী ও ফজলুর কাদের প্রকাশ টিটুর বিরুদ্ধে বাঁশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, ‘আমি ও আমার মামারা সহ আসামীদের একই বংশীয় যৌথ মালিকানাধীন সম্পত্তি হয়। দীর্ঘকাল থেকে আমাদের পূর্ব পুরুষেরা তাদের ভাগ বন্টন অনুসারে যে যার মত জায়গা ভোগদখলে আছে। যার অংশ সে ভোগদখলে থাকা সত্ত্বেও হঠাৎ গত কয়েক দিন যাবৎ জোরপূর্বক আমাদের যুগযুগ ধরে দখলকৃত জায়গা তারা অন্যায়ভাবে জোরপূর্বক দখল করার জন্য মামলা মোকদ্দমা সহ নানান হুমকি ধমকি দিয়ে আসছে। এর আগে আসামীরা আদালতে মামলা দায়ের করলে উক্ত মামলা খারিজ করে দেন। তারপরও আইন অমান্য করে তারা জোরপূর্বক আমাদের জায়গা রাতে আঁধারে দখল করার পাঁয়তারা চালিয়ে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘সর্বশেষ সোমবার রাতে আমাদের দখলীয় জমির সীমানার ৪০টি পাকা পিলার ও তারজালী তুলে নিয়ে যায়। এতে চাষীদের আধা পাকা ধান ক্ষেত নষ্ট করে দেয়। আমাদের চাষীদেরকে তারা ধান পাকলে কেটে নিয়ে যাবে বলে হুমকী দিয়ে যাচ্ছে। এ ঘটনা কে কেন্দ্র করে ইতোমধ্যে এলাকায় উত্তেজনা দেখা দেয়।’
এ বিষয়ে অভিযুক্ত ফজলুর কাদের প্রকাশ টিটুর সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে তাদের সাথে আমাদের জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধীয় জায়গা নিয়ে আমরা গোলাভাগের মামলাও করি।’ আইনের আশ্রয় না নিয়ে সীমানা পিলার নিয়ে যাওয়ার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘এগুলো আমরা তুলে নিয়ে যাইনি। কে নিয়ে গেছে তা আমরা জানি না।’
বাঁশখালী থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, রাতের আঁধারে সীমানা প্রাচীর তুলে নিয়ে যাওয়ার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি।
এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
তাসু/চখ