chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

১৬ বছর পর চট্টগ্রামে ‘ঐতিহাসিক’ তাফসির মাহফিলের প্রস্তুতি

দীর্ঘ ১৬ বছর পর চট্টগ্রাম কলেজের প্যারেড ময়দানের ‘ঐতিহাসিক’ তাফসিরুল কোরআন মাহফিলের উদ্যোগ নিয়েছে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ। ২০২৫ সালের ২৭ জানুয়ারি থেকে ৫ দিনব্যাপী এ মাহফিল শুরুর হওয়ার কথা রয়েছে।

গতকাল (৪ নভেম্বর) নগরীর চকবাজারস্থ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কার্যালয়ে পরিষদের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ তাহেরের সভাপতিত্বে মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় তাফসিরুল কোরআন মাহফিল-২০২৫ ‘ঐতিহাসিক’ প্যারেড ময়দানে (চট্টগ্রাম কলেজ মাঠ) অনুষ্ঠিত হওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ তাহের বলেন, দীর্ঘ ১৬ বছর পর পুনরায় ‘ঐতিহাসিক’ তাফসিরুল কোরআন মাহফিলের উদ্যোগ নেওয়া হয়েছে। যা বীর চট্টলার ইতিহাস ঐতিহ্যের সাথে সম্পৃক্ত। ইসলাম প্রিয় তাওহীদী জনতা দীর্ঘদিন এই আয়োজন হতে বঞ্চিত হয়েছে পতিত স্বৈরাচারীর রোষানলে পড়ে।

তিনি বলেন, ২০২৫ এর তাফসিরুল কোরআন মাহফিলে সবকিছু দিয়ে পূর্ণতা দেওয়ার চেষ্টা করা হবে। শূন্যতা হলো শহীদ আল্লামা সাঈদী এবং শায়খুল হাদীস মরহুম শামসুদ্দীন (রহ.) এর উপস্থিতি।

তিনি আগামী ২৭ থেকে ৩১ জানুয়ারি ৫ দিনব্যাপী এ মাহফিল সফল করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহবান জানান।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর