চকরিয়ায় হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৬
কক্সবাজারের চকরিয়ায় হত্যাসহ নানা অপরাধের মামলায় সাজাপ্রাপ্ত পলাতক ছয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড পালাকাটা গ্রামের আবদুশ শুক্কুরের ছেলে দিদারুল ইসলাম (৪৮), হারবাং ইউনিয়নের কোরবানীয়া ঘোনা এলাকার হাবিবুর রহমানের ছেলে মো. কালু (৬০), চকরিয়া পৌরসভার শমসের পাড়ার সোলায়মান বাদশার ছেলে আবু ছালাম (৪২), ডুলাহাজারা ইউনিয়নের চা-বাগান এলাকার বাদশা মিয়ার ছেলে মো. ছাবের আহমদ (৪৮), খুটাখালী ইউনিয়নের সাতঘর পাড়ার নুরুন্নবীর ছেলে নুরুল আমিন রিপন (৩২) ও কোনাখালী ইউনিয়নের মধ্যম কোনাখালী খাতুন বাপের পাড়ার আবদুল হাকিমের ছেলে মো. জালাল উদ্দিন প্রকাশ শাহজালাল (৩৩)।
চখ/ককন