chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নতুন ব্রিজ এলাকায় অস্ত্র-গুলিসহ যুবক আটক  

নগরীর বাকলিয়ার নতুন ব্রিজ এলাকা থেকে অস্ত্র ও কার্তুজসহ রায়হান ফেরদৌস মোরশেদ (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (৩ নভেম্বর) দিবাগত রাত ১টায় তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রাতে পুলিশি অভিযান চলাকালে নতুন ব্রিজ এলাকায় আটককৃত ওই ব্যক্তিকে সন্দেহজনক মনে হয়। সেসময় তল্লাশি করে তাঁর পকেট থেকে কালো রঙের অবিস্ফোরিত কার্তুজ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, এসময় ওই যুবক কৌশলে তার মোবাইল ফোনটি লুকানোর চেষ্টা করে। এতে তার প্রতি সন্দেহ আরও বেড়ে যায়। তার অনুমতি নিয়ে তার ফোনটি চেক করে অস্ত্র হাতে তার একটি ছবি পাওয়া যায়। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তার দেয়া তথ্যমতে সাতকানিয়া থানাধীন দ্বীপের কুল বাংলাবাজার এলাকার তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়। এছাড়া আরেকটি অবিস্ফোরিত কার্তুজ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

চখ/ককন

এই বিভাগের আরও খবর