chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

টেকনাফে অপহৃত ৯ কৃষক বাড়ি ফিরেছেন

টেকনাফে অপহৃত ৯ কৃষক মুক্তিপণ দিয়ে ডাকাতের কবল থেকে বাড়িতে ফিরে এসেছেন।

সোমবার (৪ নভেম্বর) সকালের দিকে ২ লাখ ৭৪ হাজার টাকা মুক্তিপণ দিয়ে তাদের ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।

অপহরণকারীরা প্রথমে জন প্রতি দেড় লাখ টাকা করে মুক্তিপণ দাবি করলেও, শেষ পর্যন্ত ২ লাখ ৭৪ হাজার টাকা দিয়েই মুক্ত করা সম্ভব হয়। মুক্তিপণের টাকা আদায়ের পর অপহৃতদের ছেড়ে দেওয়া হয়, তবে এ সময় তাদের শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে। বর্তমানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে শনিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়ার করাচিপাড়া পাহাড়ি এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।

উদ্ধারকৃত অপহৃতরা হলেন—নুরুল ইসলামের ছেলে আনোয়ার, বাঁচা মিয়ার ছেলে গিয়াস উদ্দিন, জালাল আহমদের ছেলে বেলাল উদ্দিন, আবুল হোছনের ছেলে আবু বকর, নুরুল আলমের ছেলে মুহাম্মদ আলম, আজিজুর রহমানের ছেলে কফিল এবং নুরুল হোছনের সন্তান। তবে দুইজন রোহিঙ্গা অপহৃতের নাম-পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মো. গিয়াস উদ্দিন বলেন, পুলিশের অভিযানের কারণে অপহৃতদের ছেড়ে দেওয়া হয়েছে। মুক্তিপণের বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর