chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চান্দগাঁওয়ে ৭ লাখ টাকার মাদক উদ্ধারসহ আটক ১

চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকা থেকে ৪৬ কেজি গাঁজা উদ্ধারসহ ১ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

সোমবার (৪ নভেম্বর) চান্দগাঁও থানা এলাকার একটি কাঁচাঘরের ভিতর থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আটক মাদক কারবারি অক্সিজেন শহীদ পাড়া এলাকার মো. হানিফের পুত্র মো. জুয়েল (৩৪)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাঁচাঘরের পাশে বিপুল পরিমাণ মাদকদ্রব্য বিক্রয়ের জন্য মজুদ করছে এমন তথ্যের প্রেক্ষিতে অভিযান চালানো হয়। এ সময় ঝোপের আড়াল থেকে কালো রংয়ের পলিথিন দ্বারা মোড়ানো ২৩ বান্ডেলে মোট ৪৬ কেজি গাঁজা উদ্ধর করি।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৭ লক্ষ টাকা। এ সময় পালিয়ে যাওয়ার সময় মো. জুয়েলকে আটক করা হয়েছে। আটক মাদক কারবারিকে ও জব্দ হওয়া মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

 

মআ/চখ

এই বিভাগের আরও খবর