chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মিয়ানমারের তথ্য দিয়ে জাতিসংঘকে সাহায্য করছে ফেসবুক

ডেস্ক নিউজঃ মিয়ানমারের রোহিঙ্গা মুসলমান সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে জাতিসংঘের তদন্ত কমিটিতে কোন তথ্য–প্রমাণ  দিতে অস্বীকার জানায় ফেসবুক। তবে এ সিদ্ধান্ত থেকে এবার সরে আসলো তারা। বেশ কিছ রোহিঙ্গা গণহত্যায় জড়িত থাকা মিয়ানমার সেনাবাহিনীদের পরিচালিত কয়েকটি ফেসবুক পেজ এবং অ্যাকাউন্টের তথ্য জাতিসংঘের তদন্ত কর্মকর্তাদের সরবরাহ করার কথা জানিয়েছে কোম্পানিটি।  রাখাইনে হিংসা ছড়ানো বন্ধ করতে এই পেজগুলো ২০১৮ সালে রিমুভ করেছিল ফেইসবুক।

ফেসবুকের একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, ‘এই তদন্ত এগিয়ে চলার সঙ্গে আমরা প্রাসঙ্গিক তথ্য দিয়ে সহযোগিতা করতে থাকব।’

উল্লেখ্য, গণহত্যার অভিযোগে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিজে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে মামলা করেছে গাম্বিয়া। ২০১৭ সালের সামরিক অভিযানে দেশটি থেকে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন।

 

এই বিভাগের আরও খবর