chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আফগানিস্তান সিরিজ খেলতে চান না সাকিব, জানালেন ফারুক

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের আসন্ন ওয়ানডে সিরিজে খেলছেন না সাকিব আল হাসান। সিদ্ধান্তটি এখনও চূড়ান্ত না হলেও বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, সামনের সিরিজটা হয়তো সাকিব খেলবেন না।আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের প্রেসবক্সে এমন কথা জানান ফারুক। সঙ্গে তিনি এও জানিয়েছেন, এই সিরিজে না খেলার চিন্তাটা সাকিবের নিজেরই।

বিসিবি সভাপতি বলেন, ‘সাকিব যখন চেষ্টা করেও দেশে শেষ টেস্ট খেলতে পারল না, এর পর থেকে মনে হয় সে অনুশীলনেও খুব একটা নেই। নিজেকে প্রস্তুত করতে কিছু সময় দরকার তার। এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়ে যায়নি, তবে পরের সিরিজে তার খেলার সম্ভাবনা কম। বলছি না যে খেলবে না নিশ্চিত হয়ে গেছে, তবে মিস করার সম্ভাবনাই বেশি। এটা তার মানসিক অবস্থার ওপর নির্ভর করে।’আগামী ৬, ৯ ও ১১ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের শারজায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুদল। ৪ নভেম্বর সিরিজ খেলতে দেশ ছাড়বে টাইগাররা। তার আগে আজ–কালের মধ্যেই সিরিজের দল ঘোষণা হওয়ার কথা।

এদিকে সাকিবের সাম্প্রতিক মানসিক অবস্থাটা জানিয়ে ফারুক বলেন, ‘সে যত শক্ত মানসিকতারই হোক না কেন, মানসিকভাবে সমস্যা হবেই। শেষ টেস্টটা সে দেশে খেলতে পারেনি, এর জন্য মন খারাপ হবেই। এরপর যখন অনুশীলন করতে পারেনি, সে পেশাদার; সে ভেবেছে এ অবস্থায় সিরিজটা খেললে দেশের জন্য ভালো হবে না, তার জন্যও ভালো হবে না।’

এই বিভাগের আরও খবর