চট্টগ্রাম বন্দরের বার্থ ও টার্মিনালে ঢালাওভাবে বেসরকারিকরণ বন্ধের দাবি
চট্টগ্রাম বন্দরের বিভিন্ন বার্থ ও টার্মিনালে ঢালাওভাবে বেসরকারিকরণ বন্ধের দাবি জানিয়েছেন চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী সমন্বয় পরিষদ।
আজ শনিবার বিকালে বন্দর ফকিরহাটস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত এক কর্মী সভায় সংগঠনের নেতারা এ দাবী জানান।
এ সময় বক্তারা বিগত ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত শ্রমিক কর্মচারীদের বিশেষ বিশেষ ভাতা প্রদান এবং বন্দর দিবস উপলক্ষে বন্দর শ্রম শাখার অন্তর্ভুক্ত শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিল থেকে উৎসাহ ভাতা প্রদানের আহবান জানান।
মোহাম্মদ হারুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, তসলিম হোসেন সেলিম, আবুল কাসেম, আতাউর রহমান, মো. হাছান, আকতার হোসেন, হুমায়ুন কবির ফারুক, মো. ইমতিয়াজ, কাজী বাবুল, আল ফারুক, মো. সিরাজ, মাহবুল বাবুল, ভাসানী নুরুল আফছার পাখি, মো. আলম, মো. সেকান্দর, মো. দুলাল প্রমুখ।
- ফখ|চখ