chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফ্যাসিস্ট সরকারকে সহযোগিতা করা গণমাধ্যমের বিচার হবে: নাহিদ ইসলাম

 তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ফ্যাসিস্ট সরকারকে সহায়তা করা গণমাধ্যমগুলোকে বিচারের আওতায় আনা হবে। এরই মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে কয়েকটি মামলা হয়েছে এবং কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছেন। যেসব গণমাধ্যম সরাসরি কিংবা পরোক্ষভাবে এই সহায়তায় যুক্ত ছিল, তাদের সম্পৃক্ততা তদন্ত করে আইনের আওতায় আনা হবে।’

শনিবার (১২ অক্টোবর) সকালে ঢাকার উদ্দেশ্যে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষাব্যবস্থা, গণমাধ্যম ও প্রশাসনিক ব্যবস্থার সংস্কার নিয়ে কাজ করবে। শিগগিরই সংস্কার কার্যক্রম শুরু হবে এবং এজন্য একাধিক কমিশন গঠন করা হবে।’

তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার যে সংস্কারের পথে হাঁটছে, তাতে দীর্ঘমেয়াদে দেশের গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠা পাবে। যারা ফ্যাসিস্ট সরকারকে সমর্থন দিয়েছে, তারা আর রেহাই পাবে না বলে সতর্ক করেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, ‘দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। ইতোমধ্যে বিভিন্ন মহলের সহযোগিতায় তদন্ত শুরু হয়েছে। খুব শিগগিরই এর ফলাফল দেখা যাবে।’

এ সময় নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই আলম সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • ফখ/চখ
এই বিভাগের আরও খবর