chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাজপথে পরাজিত ফ্যাসিবাদ অনলাইনে শক্তি দেখাচ্ছে : উপদেষ্টা নাহিদ

জুলাই-আগস্ট গণহত্যার পক্ষে যেসব গণমাধ্যম ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কাজ করেছে তাদের বিচার করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো: নাহিদ ইসলাম।

আজ শনিবার (১২ অক্টোবর) সকাল ৯টায় ঢাকা থেকে রংপুরের যাওয়ার পথে গণমাধম্যের সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি রাজপথে পরাজিত হয়ে অনলাইনে শক্তি প্রদর্শন করছে, তাই সকলকে সচেতন থাকতে হবে। ফেসবুকে প্রচুর গুজব রটানো হচ্ছে। ফেক আইডি খুলে বিভিন্ন মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। আমরা যেন মিথ্যা তথ্য ও গুজবে বিশ্বাস না করি।

নাহিদ ইসলাম আরও বলেন, ইতোমধ্যে কয়েকটি মামলা হয়েছে এবং কয়েকজন গ্রেপ্তারও হয়েছে। আরো যাদের সম্পৃক্ততা আছে তদন্ত সাপেক্ষে তাদেরও বিচারের আওতায় আনা হবে।

তাসু/চখ

 

এই বিভাগের আরও খবর