দুদকের শিক্ষা উপকরণ পেল দুই শতাধিক শিক্ষার্থী
শিক্ষার্থীদের সততা চর্চায় উৎসাহিত করতে ও দুর্নীতির বিরুদ্ধে মনোভাব সৃষ্টির লক্ষ্যে দুই শতাধিক শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সিলেট অফিস।
সিলেট মহানগরীর মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে মঙ্গলবার (৮ অক্টোবর) বেলা ১২টায় নগরীর রিকাবী বাজার পয়েন্টে অবস্থিত কবি নজরুল অডিটরিয়ামে ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে দুর্নীতি বিরোধী স্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রাফী মো. নাজমুস্ সা’দাৎ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন সিলেট বিভাগের পরিচালক মোহাম্মদ ইব্রাহীম। বিশেষ অতিথি ছিলেন সিলেটের জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আবুল ওয়াদুদ।
প্রধান অতিথি মোহাম্মদ ইব্রাহীম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই আগামীর বাংলাদেশ। তোমাদের মধ্যে ভবিষ্যৎ নেতৃত্ব লুকিয়ে আছে। এজন্য সততা ও আদর্শপূর্ণ জীবন গঠন করার এখনই উপযুক্ত সময়। দুর্নীতিমুক্ত জীবন গঠনের শিক্ষা নিতে পারলে আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে।
এছাড়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রোটারিয়ান বেলাল আহমেদ বলেন, দুদক কর্তৃক শিক্ষা উপকরণ বিরতণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা সৃষ্টির উদ্যোগ আগামী প্রজন্মকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সহায়তা করবে।
অনুষ্ঠানে সিলেট মহানগরীর দুই শতাধিক শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ হিসেবে পরিবেশবান্ধব স্কুল ব্যাগ, দুর্নীতিবিরোধী স্লোগান সম্বলিত ছাতা, টিফিন বক্স, জ্যামিতি বক্স, ওয়াটার বোটল, খাতা ও স্কেল বিতরণ করা হয়। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন উপজেলায়ও এসব সামগ্রী বিতরণ করা হবে।
মআ/চখ