দালাল চক্রের সহায়তায় রোহিঙ্গাদের অনুপ্রবেশ
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নর জাহাজপুরা পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা কৌশলে অনুপ্রবেশ করছে। এ কাজে দালাল চক্র রোহিঙ্গাদের কাছ থেকে জনপ্রতি ১৫ থেকে ২০ হাজার টাকা হাতিয়ে নিয়ে তাদেরকে এপারে আসতে সহযোগিতা করছে বলে অভিযোগ উঠেছে।
গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ১০ টার দিকে জাহাজপুরা পয়েন্ট দিয়ে ঢুকে পড়েছে প্রায় ৫০ রোহিঙ্গা।
জানা যায়, রোহিঙ্গারা জাহাজপুরা এলাকা দিয়ে দালালের মাধ্যমে ৪টি ফিশিং ট্রলারে রোহিঙ্গারা অনুপ্রবেশ করে। তার মধ্যে ৩৭ জনকে আটক করতে সক্ষম হয়। বাকিরা কৌশলে পালিয়ে যায়। পরে আটকদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের মধ্যে বেশির ভাগ নারী ও শিশু। তারা জনপ্রতি ১৫-২০ হাজার টাকায় দালালদের মাধ্যমে অনুপ্রবেশের কথা স্বীকার করেন। ফিশিং ট্রলারের মালিকদের শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানা যায়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গিয়াস উদ্দিন বলেন, ৩৭জন রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। তারা বিজিবির হেফাজতে আছেন। তারা দালালের সহয়তায় প্রবেশ করে। আমরা ফিশিং ট্রলারের মালিক সনাক্ত করার চেষ্টা করছি।
তাসু/চখ