তানিয়া বৃষ্টির ‘বিসর্জনে অর্জন’
দুর্গাপূজা উপলক্ষে চয়নিকা চৌধুরী নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘বিসর্জনে অর্জন’। এতে অভিনয় করেছেন জুনায়েদ বোগদাদী, তানিয়া বৃষ্টি, ইমতু রাতিশ, আবুল হায়াত, মিলি বাসারসহ আরও অনেকে।
আগামী ১১ অক্টোবর রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে নাটকটি। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। তাকে ঘিরেই নাটকের গল্প আবর্তিত হয়েছে।
এ সম্পর্কে তানিয়া বৃষ্টি বলেন, নাটকে আমার চরিত্রের নাম নিতু, যে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। সনাতন ধর্মাবলম্বী হওয়ার কারণে অফিসের কোনও কোনও কলিগ তার সঙ্গে একটু অন্যরকম আচরণ করে, যেটা তার মেনে নিতে কষ্ট হয়।
পূজা উপলক্ষে সে যাতে ছুটি নিতে পারে সেজন্য কৌশলে তাকে কাজে আটকে দেয়। সে তার মায়ের হাতের বানানো নাড়ু নিয়ে আসলে কেউ কেউ পূজার নাড়ু বলে খেতে চায় না। কিন্তু তার বস খুব উদার মনের মানুষ।
তিনি এসব বোঝেন এবং সবাইকে সমপ্রীতির বন্ধনে আবদ্ধ করার চেষ্টা করেন। এভাবেই এগিয়ে যায় গল্প। নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, অনেকদিন পর পূজার নাটক করলাম।
একান্তই নিজের আবেগ এবং দায়বদ্ধতার জায়গা থেকে কাজটি করেছি।
আমার মনে হয়েছে এসময় এরকম একটি নাটক হওয়া দরকার। নাটকটিতে সুন্দর একটা বার্তা আছে। আশা করি দর্শকরা উপভোগ করবেন।
চখ/ফাহিম