chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইউএসটিসি ফার্মেসি বিভাগে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাং (ইউএসটিসি) এ ফাইনাল খেলার মধ্য দিয়ে পর্দা নামলো ফার্মেসি প্রিমিয়ার লিগের ১১তম আসর। রবিবার (৬ অক্টোবর) নগরীর শহীদ শাহাজাহান মাঠে এই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

ইউএসটিসি’তে গত ১২ বছর ধরে এই ক্রিকেট টুর্নামেন্টটি ফার্মেসি বিভাগে অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিবছরের মতো এবার ব্যাচভিত্তিক টুর্নামেন্টটি আয়োজন করেন ৩১তম ব্যাচের শিক্ষার্থীরা।
গত দুই সপ্তাহ ধরে বিভাগের ৫টি দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর আজকের ফাইনালে মুখোমুখি হয় ৩০তম এবং ৩৩তম ব্যাচ।

ম্যাচের শুরুতে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্তে ৩৩তম ব্যাচের শিক্ষার্থীরা। তাঁরা ৪ উইকেটের বিনিময়ে ১৪ ওভারে ৯৮ রান সংগ্রহ করেন। জবাবে ৩০ তম ব্যাচ রান তাড়া করতে নেমে ৮ উইকেট এবং ৯ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছায়।

ম্যাচে সর্বোচ্চ রান সংগ্রহ করেন, ৩৩তম ব্যাচের আহাসান হাবিব শাহারিয়া এবং সর্বোচ্চ উইকেট শিকার করেন।  ম্যান অব দ্যা ম্যাচ হন, ৩০তম ব্যাচের আবু সাঈদক।

উল্লেখ্য, ফাইনালিস্ট দুই দলের হয়ে খেলেন বিভাগের সহকারী অধ্যাপক আরিফ আহমেদ (রানার্স আপ) এবং সহকারী অধ্যাপক মোঃ রোবিউল হোসাইন পলাশ (চ্যাম্পিয়ন)।
চখ/ককন

এই বিভাগের আরও খবর