টেকনাফে অপহরণ চক্রের দুই সদস্য গ্রেফতার
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশের অভিযানে অপহরণ ও ডাকাতি চক্রের সক্রিয় সদস্য সোহেল ও আব্দুল্লাহ প্রকাশ ছুট্টুকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৬ অক্টোবর) টেকনাফ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, গত ২০ জুলাই সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের ঢালা রোড থেকে মোহাম্মদ ইয়াছিন (২১) নামের এক যুবককে অপহরণ করা হয়। অজ্ঞাতনামা আসামীরা ইয়াছিনকে অপহরণের পর তার বাবার মোবাইল নম্বরে ফোন করে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এবং মুক্তিপণ না দিলে ইয়াছিনকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। পরবর্তীতে ৪ লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে ভিকটিমকে মুক্ত করা হয়। আসামীদের নাম-ঠিকানা জানা না থাকায় মামলা করতে দেরি হয়।
অপহরণের কয়েক মাস পর, গত ৫ অক্টোবর ভিকটিম বাহারছড়া এলাকার শীলখালীতে আসামী সোহেলকে চিনতে পারলে তার নাম-ঠিকানা সংগ্রহ করে বাহারছড়া তদন্ত কেন্দ্রে তথ্য দেয়। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযানে নেমে সোহেলকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল নিজের অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করে এবং আরও জানায় যে, তার সহযোগী ছিলো আব্দুল্লাহ প্রকাশ ছুট্টু ও আরও ৯-১০ জন। সোহেলের দেওয়া তথ্যমতে পুলিশ আব্দুল্লাহ প্রকাশ ছুট্টুকেও গ্রেফতার করে। অন্য অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তার আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং মামলার প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দস্তগীর হোসেন।
তাসু/চখ