একদিনের ব্যবধানে চমেকে আরও ২ দালাল আটক
গতকাল শনিবার (৫ অক্টোবর) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) তিন দালাল আটকের পর একদিনের ব্যবধানে আরও দুইজনকে আটক করেছে পুলিশ। রবিবার (৬ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে জরুরি বিভাগের সামনে থেকে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— পটিয়া উপজেলার মৃত সুনীল দত্তের ছেলে কার্তিক দত্ত (৪০) এবং বাঁশখালীর সাধনপুরের মৃত অনিল দাশের ছেলে উত্তম দাশ (৪৮)।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, দুপুরে হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে দুই দালালকে হাতেনাতে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, শনিবার (৫ অক্টোবর) দুপুরের দিকে হাসপাতালের বহিঃবিভাগ প্রশাসনিক ভবন থেকে তিন দালালকে আটক করা হয়।
চখ/ককন