chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

তিন মাস পর আজ খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

প্রায় তিন মাস পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সশরীরে ক্লাস শুরু হচ্ছে আজ। গত ২৯ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে আসন বরাদ্দের প্রক্রিয়া শুরু হয়ে গত শুক্রবার তা সম্পূর্ণ হয়েছে। এরপরই আসল বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত।

এই ব্যাপারে উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. শামীম উদ্দিন খান বলেন, গত কয়েক মাসে শিক্ষকদের আন্দোলন এবং গণবিপ্লবের ফলে বিশ্ববিদ্যালয় ক্লাস কার্যক্রম বন্ধ ছিল। শিক্ষার্থীরা সেশনজটে পড়ে যাচ্ছে, তাই আমরা দ্রুত সময়ে ক্লাস–পরীক্ষা চালুর জন্য মেধার ভিত্তিতে আসন বরাদ্দ দিয়েছি। এতে শিক্ষার্থীরা সশরীরে ক্লাসে উপস্থিত হয়ে একাডেমি যাবতীয় কার্যক্রম চালিয়ে নিতে পারবে।

বৈষম্যেবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল বলেন, দীর্ঘ অপেক্ষার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলছে। যাদের রক্তের বিনিময়ে মুক্ত ক্যাম্পাস ও স্বৈরাচারমুক্ত দেশ পেয়েছি, তাদেরকে স্মরণ করার মাধ্যমেই বিশ্ববিদ্যালয় মুখরিত হোক– সেটাই চাওয়া আমাদের। সবাই লাল ব্যাজ পড়ে আসবো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে সকাল সাড়ে ৯টায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সমবেত হয়ে নিজ নিজ ধর্ম অনুসারে প্রার্থনা করব ইনশাআল্লাহ।

জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে গত ১ জুলাই থেকে। ওইদিন থেকেই পেনশন স্কিম বাতিলের দাবিতে কর্মবিরতি পালন করছিলেন শিক্ষক ও কর্মকর্তারা। পরে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে ১৭ জুলাই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। আন্দোলনের মধ্যেই শিক্ষার্থীদের হল ত্যাগ করতে নির্দেশনা দেওয়া হয়।

  • ফখ|চখ
এই বিভাগের আরও খবর