ফটিকছড়িতে জ্যোতি ফোরামের আয়োজনে শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতা
বিশ্বঅলি শাহানশাহ হযরত মাওলানা শাহসুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৬ তম বার্ষিক ওরশ শরিফ উপলক্ষ্যে জ্যোতি ফোরামের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘৩য় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪’। গত শুক্রবার (৪ অক্টোবর) ফটিকছড়ির হারুয়ালছড়িতে শোকর-এ মওলা মনজিলে এটি অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জ্যোতি ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা, বিশিষ্ট মাইজভাণ্ডারী গবেষক ও লেখক মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী বলেন, ‘ শিক্ষা এবং সংস্কৃতি ছাড়া মানুষ বাঁচতে পারে না।সমাজের বিভিন্ন পর্যায় থেকে শিশু-কিশোরদের এই প্রতিভাগুলো তুলে এনে তাদের মনন প্রকৃতির জাগরণ ঘটানো,মানবতার চেতনায় উজ্জীবিত করা এবং সর্বোপরি সুনাগরিক হিসেবে গড়ে তোলায় ঐশী দর্শন- মাইজভাণ্ডারী তরিকার অন্যতম উদ্দেশ্য।’
জ্যোতি ফোরাম কেন্দ্রীয় পর্ষদের সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদীন তাওরাতের সভাপতিত্বে এবং মোহাম্মদ নেওয়াজ শাহরিয়ার আসিফের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন জ্যোতি ফোরামের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোহাম্মদ ওমর ফারুক, সৈয়দ মোহাম্মদ শফিউল আজিম সুমন, সৈয়দ মোহাম্মদ গোফরান উদ্দীন,আশেকানে হকভাণ্ডারী,শোকর-এ-মওলা মনজিলের সভাপতি মোহাম্মদ আজম, সহ-সভাপতি মোহাম্মদ এহসান উল্লাহ,শোকর-এ-মওলা মনজিল পরিচালনা পর্ষদের কর্মকর্তা মোহাম্মদ সজিবুল হাসান চৌধুরী এবং মোহাম্মদ সাজীদুল হাসান চৌধুরী।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ,অভিভাবকমণ্ডলী,জ্যোতি ফোরাম,আশেকানে হক ভাণ্ডারীসহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তাবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত বক্তব্য,সংগীত,আবৃত্তি,চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতা এই ৫ বিষয়ে স্কুল,কলেজ এবং মাদ্রাসা পর্যায়ের চার শতাধিক শিক্ষার্থী প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেন।
চখ/ককন