chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সারাদেশে ডেঙ্গুতে আরও ৩১৭ জন আক্রান্ত

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন ৩১৭ জন। এসময় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৪৩৮ জনে এবং মৃতের সংখ্যা স্থির রয়েছে ১৭৭ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩১৭ জন। এর মধ্যে সর্বোচ্চ ১১৪ জন আক্রান্ত হয়েছেন ঢাকা দক্ষিণ সিটিতে এবং ঢাকা উত্তরে আক্রান্তের সংখ্যা ৫০ জন। চলতি বছরের ২ অক্টোবর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৪৩৮ জন। এর মধ্যে ৬৩.১ শতাংশ পুরুষ এবং ৩৬.৯ শতাংশ নারী রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। ফলে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১৭৭। তাদের মধ্যে ৮৬ জন পুরুষ ও ৯১ জন নারী।

চখ/ককন
এই বিভাগের আরও খবর