chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এবার পদ হারালেন চসিকের সব কাউন্সিলর 

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়রকে অপসারণের পর এবার সরানো হলো কাউন্সিলরদের।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

একই প্রজ্ঞাপনে চসিকসহ ১২ সিটি করপোরেশনের কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের অপসারণ করা হয়েছে।

গত ১৯ আগস্ট স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলামকে নিয়োগ দেওয়া হয়।

মেয়র মো. রেজাউল করিম চৌধুরীকে অপসারণ করার পর তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়।

 

তাসু/চখ

এই বিভাগের আরও খবর