chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সীতাকুণ্ডে বাস-ট্রাক সংঘর্ষে হেলপার নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রাকচালকের সহকারী মোহাম্মদ দেলোয়ার নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ছোট দারোগারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) আব্দুল হাকিম আজাদ।

তিনি বলেন, ছোট দারোগারহাট এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকের সহকারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

মুহভ/চখ

এই বিভাগের আরও খবর