অস্বস্তি নিয়ে প্রথম দিন শেষ করল শান্তরা
চেন্নাই টেস্টে বাংলাদেশের শুরুটা ছিল অবিশ্বাস্য। দলীয় ৩৪ রানের মাথায় ভারতের তিন ব্যাটারকে ফিরিয়ে টপ অর্ডার শক্তি ভেঙ্গে দেয় পেসার হাসান মাহমুদ।এরপর যশস্বী জয়সাওয়াল ও রিঝভ পন্থের ব্যাটে প্রতিরোধ গড়ে ভারত। পরে আরও তিন উইকেট হারিয়ে ফের চাপে পড়ে স্বাগতিকরা। তবে রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের শতরানের জুটিতে ঘুরে দাঁড়ায় ভারত। এই দুজনের রেকর্ড জুটিতে চেন্নাই টেস্টের প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ৩৩৯ রান।
দলীয় ১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে ধুকতে থাকা ভারতকে পথ দেখাতে শুরু করে সপ্তম উইকেটে থাকা জাদেজা ও অশ্বিন। এদিন ওয়ানডে মেজাজে খেলা অশ্বিন সেঞ্চুরি তুলে নিয়ে ১১২ বলে ও জাদেজা ১১৭ বলে ৭৯ রানে অপরাজিত আছেন।
সপ্তম উইকেটে তারা ১৯৫ রান যোগ করে অবিচ্ছিন্ন রয়েছেন। টেস্টে ভারতের সপ্তম উইকেটে বাংলাদেশের বিপক্ষে এটিই সবচেয়ে বড় রানের জুটির রেকর্ড। এমনকি চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে সপ্তম উইকেটে এর আগে এত রানের জুটি দেখেনি।
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলীয় ১৪ রানে ৬ রান করা রোহিত শর্মাকে সাজঘরে ফেরান হাসান মাহামুদ। এরপর দলীয় ২৮ ও ৩৪ রানে আরও দুই উইকেট হারায় ভারত। রানের খাতা খোলার আগেই শিবমন গিলকে আউট করেন হাসান।
আর ৬ বলে ৬ রান করা বিরাট কোহলিকে নিজের তৃতীয় শিকারে পরিণত করেন এই টাইগার পেসার। এরপর জয়সাওয়াল ও পান্থ মিলে প্রতিরোধ গড়েন। ৬২ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ৯৬ রানে ৫২ বলে ৩৯ রান করা পান্থকে আউট করে নিজের চতুর্থ শিকারে পরিণত করে বাংলাদেশকে ফের ব্রেক থ্রু এনে দেন হাসান।
তবে দেখেশুনে খেলে ফিফটি তুলে নেন জয়সাওয়াল। লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে ৪৮ রানের জুটি গড়েন জয়সাওয়াল। এরপর দ্রুতই আরও জোড়া উইকেট হারিয়ে ফের চাপে পড়ে ভারত। জয়সওয়াল ১১৮ বলে ৫৬ ও রাহুল ৫২ বলে ১৬ রান করে আউট হন।
চখ/ককন