ডবলমুরিংয়ে সৎ মায়ের পর্নোগ্রাফি মামলায় ছেলেসহ আটক ৩
চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকায় সৎ মাকে শ্লীলতাহানি করে ধর্ষণের চেষ্টা ও পর্নোগ্রাফি মামলায় সৎ ছেলেসহ ৩ জনকে আটক করেছে র্যাব-৭। গতকাল বৃহস্পতিবার র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়।
আটককৃতরা হলেন-আবছার উল্লাহ ফারুক (৩২), হাসিনা আক্তার (২৮) ও মো .মুছা (৩২)। র্যাব জানায়, ভিকটিম ৩৭ বছরের একজন গৃহিণী।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,ওই বিধবা গৃহীনির সাথে তার সৎ ছেলে আবছার উল্লাহ ফারুকের সাথে জায়গা-জমি ও বিল্ডিংয়ের ভাড়া নিয়ে বিরোধ ছিল। গত ৬ সেপ্টেম্বর ওই নারী পতেঙ্গা থেকে ডাবলমুরিং থানা এলাকায় তার স্বামীর বাড়িতে গেলে সৎ ছেলে তাকে একটি বাসায় আটকীয়ে মারধর করে। পরে ধর্ষণের চেষ্টা করে। এ সময় আবছার উল্লাহ ফারুকের স্ত্রী হাসিনা আক্তার ঘরের দরজা বন্ধ করে দিয়ে মোবাইল ফোনে ভিডিও ধারণ শুরু করে। একপর্যায়ে ভিকটিম কৌশলে ওই বাসা থেকে পালিয়ে আসে। ডবলমুরিং থানায় এ ঘটনায় ধর্ষণের চেষ্টা ও পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. শরীফ-উল-আলম জানান, ডবলমুরিং থানায় সৎ মাকে শ্লীলতাহানি করে ধর্ষণের চেষ্টা ও পর্নোগ্রাফি মামলার তিন আসামিকে নগরের ডবলমুরিং থানার মতিয়ারপুল কাটা বটগাছ এলাকার বুধবার রাতে আটক করা হয়। পরে ডবলমুরিং থানায় হস্তান্তর করা হয়েছে।
- ফখ/চখ