chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে ছাত্র-জনতার ওপর গুলি করা বাদশা গ্রেপ্তার   

চট্টগ্রামের কোতোয়ালি এলাকায় ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর একে-৪৭ রাইফেল দিয়ে গুলির অভিযোগে সোলায়মান বাদশা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (১৮ সেপ্টেম্বর) মধ্যরাতে নোয়াখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত ৪ আগস্ট চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর একে-৪৭ সদৃশ রাইফেল দিয়ে গুলিবর্ষণের অভিযোগে কুখ্যাত সন্ত্রাসী সোলায়মান বাদশাকে নোয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়েছে।’

চখ/ককন

এই বিভাগের আরও খবর