চট্টগ্রামে ২৪ ঘনটায় নতুন করে ডেঙ্গু শনাক্ত ৪৩ জন
চট্টগ্রাম জেলায় গত ২৪ ঘন্টায় ৪৩ জন ডেঙ্গু আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। যার মধ্যে ৩৯ জন চট্টগ্রাম শহরে। যেখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জন, বিআইডিএ ৪ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৭ জন, ক্যান্টনমেন্ট ২ জন, প্রাইভেট ক্লিনিক আছে ৪ জন এবং উপজেলায় ৮ জন।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এই তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, আগস্টের শেষের দিকে এবং সেপ্টেম্বরের প্রথম দিকে যে বৃষ্টি হয়, সেটাতে পরিত্যক্ত টায়ার, ফুলের টপ, নাইকেলে খোসা, ছাদ বাগান, পরিত্যক্ত নালা নর্দমাতে পানি জমার কারণে মশা প্রজনন ক্ষেত্র বাড়ছে।
এসব ব্যাপারে সকলকে সতর্ক থাকার আহবান জানাচ্ছি। জনগণকে সতর্ক করার জন্য লিফলেট বিতরণ মাইকিংসহ বিভিন্ন সচেতনমূলক কর্মসূচি করার জন্য বলেছি।
সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছি এবং চিঠি দিয়েছি আমরা। চট্টগ্রাম শহরের যেখানে বেশি মশার উপদ্রব রয়েছে যেখানে বিশেষ গুরুত্বে সহিত মশা নিধন স্প্রে দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। আমাদের প্রত্যেকটা উপজেলায় ডেঙ্গু ওয়ার্ড চালু রয়েছে। কিন্তু এ পর্যান্ত উপজেলা পর্যায়ে মৃত্যুর সংখ্যা নাই।
মুহভ/চখ