chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সিএনজি কর্মচারীকে অপহরণ, গ্রেফতার ৭

শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে ফেনীর মহিপাল থেকে অপহৃত সিএনজি ফিলিং স্টেশনের কর্মচারীকে জীবিত উদ্ধারসহ ৭ জন অপহরণকারীকে গ্রেফতার করেছে  র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

গ্রেফতারকৃতরা হলেন- ১. মো: জাহিদুল ইসলাম (২৭), ২. মো: শরফুদ্দীন (২৭), , ৩. মো: ফয়সাল (২৫), ৪. মো: সোহাগ (১৯), ৫. মো: মনিরুজ্জামান মিলন (৩৫), ৬. মো: সোলেমান হোসেন তামিম (২৫), -৭. মো: মিরাজ (২৯)।

র‌্যাব জানায়, অপহৃত ভিকটিম রফিকুল ইসলাম (২৮) ফেনী জেলার ফেনী মডেল থানার মাথিয়ারা এলাকার বাসিন্দা। সে ফেনী পৌরসভার মহিপালস্থ হাজী নজির আহম্মদ সিএনজি ফিলিং স্টেশনের কর্মচারী।

গত ১৮ সেপ্টেম্বর  রাত সাড়ে ১০ টায় মো. জাহিদুল ইসলাম এর নেতৃত্বে অন্যান্য আসামিরা একসাথে দুইটি সিএনজিতে করে সিএনজি পাম্প হতে ভিকটিমকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে  ভিকটিম তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে সিএনজি পাম্পের মালিকের মোবাইল ফোনে জানায়, জাহিদুল ইসলাম এর কয়েকজন ব্যক্তি তাকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে গেছে এবং ৪০ হাজার টাকা মুক্তিপণ চাচ্ছে। অন্যথায় তাকে মেরে ফেলার হুমকি দিয়েছে।

পাম্পের মালিক তার ম্যানেজারের মাধ্যমে ভিকটিমের ভাইকে অবহিত করেন। পরবর্তীতে ভিকটিমের ভাই ভিকটিম রফিকুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে অপহরণকারী মো. জাহিদুল ইসলামের দেয়া বিকাশ নম্বরে মুক্তিপণের ৪০ হাজার টাকা দ্রুত পাঠাতে বলে। কিন্তু রাত বেশী হওয়ায় বিকাশের দোকান বন্ধ থাকায় মুক্তিপণের টাকা পাঠানো সম্ভব হচ্ছে না জানতে পারলে অপহরণকারী মো. জাহিদুল ইসলামের বাড়ির পাশে মুক্তিপণের টাকা পৌঁছে দিতে বলা হয়।  পরে  অপহরণের বিষয়টি ভিকটিমের ভাই তাৎক্ষণিকভাবে র‌্যাবকে জানায়।

এই তথ্যের ভিত্তিতে শ্বাসরুদ্ধকর এক অভিযান চালিয়ে ভিকটিমকে জীবিত উদ্ধার করে অপহরণের মূলহোতানহ বাকিদের গ্রেফতার করে।

এ সময় তাদের দেহ তল্লাশি করে তাদের নিকট থেকে ৫টি বিভিন্ন সাইজের চাকু উদ্ধার এবং অপহরণের কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা একসাথে ৪০ হাজার টাকার জন্য ভিকটিম রফিকুল ইসলামকে অপহরণ করেছে।

এই ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে ফেনীর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে ফেনী জেলার ফেনী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

মআ/চখ

 

এই বিভাগের আরও খবর