chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পররাষ্ট্র স‌চিবের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পররাষ্ট্র স‌চিব মো. জসীম উ‌দ্দি‌নের স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ ক‌রে‌ছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল।

বুধবার (১৯ সে‌প্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে পররাষ্ট্র স‌চি‌বের দপ্ত‌রে এ সাক্ষাৎ অনু‌ষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভুটানের রাষ্ট্রদূত নতুন পররাষ্ট্র সচিবকে অভিনন্দন জানিয়ে ভুটানের পররাষ্ট্র সচিবের একটি চিঠি হস্তান্তর করেন। রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি তার সরকারের দৃঢ় সমর্থন ব্যক্ত করেন। তিনি জানান, ভুটান বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখতে চায়। পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশ ভুটানের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়।

বৈঠকে যোগাযোগ, জ্বালানি নিরাপত্তা, পর্যটন, শিক্ষা ও সংস্কৃতিসহ দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হয়। উভয়পক্ষ আঞ্চলিক ফোরামে সহযোগিতা জোরদারে গুরুত্ব দেয়।

 

মআ/চখ

 

 

এই বিভাগের আরও খবর