chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আড়াই কোটি টাকার রিয়াল, দিরহামসহ যাত্রী আটক বিমানবন্দরে

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আড়াই কোটি টাকা মূল্যের রিয়াল-দিরহামসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় ওই যাত্রীকে আটক করে শুল্ক গোয়েন্দা ও এনএসআই টিম।

আটক যাত্রী হলেন- মো. জাকির হোসেন (৫৩)। তার বাড়ি লক্ষীপুরের রামগঞ্জ এলাকায়। পরিবার নিয়ে বসবাস করেন ঢাকার বংশাল শিক্কাটুলি এলাকায়।

শাহ আমানত বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ জানিয়েছেন, জাকির হোসেন ঢাকা বিমানবন্দর থেকে সকাল সাড়ে ৭টায়  ইউএস বাংলা এয়ারলাইনের দুবাইগামী আন্তর্জাতিক একটি ফ্লাইটযোগে (ঢাকা-চট্টগ্রাম-দুবাই) চট্টগ্রাম বিমানবন্দরে আসেন। তখন তাকে তল্লাশি করা হলে তার কাছে ৭ লাখ ৭০ হাজার সৌদি রিয়াল (প্রতি রিয়াল ৩০ টাকা দরে ২ কোটি ৩১ লাখ টাকা) এবং ৪৬ হাজার ইউএই দিরহাম (প্রতি দিরহাম ৩০ টাকা দরে ১৩ লাখ ৮০ হাজার টাকা) পাওয়া যায়। বাংলাদেশি টাকায় সর্বমোট ২ কোটি ৪৪ লাখ ৮০ হাজার।

তিনি জানান, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ আটক হওয়ায় ওই যাত্রীকে মানি লন্ডারিং আইনে মামলা করে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির প্রায়ই মধ্যপ্রাচ্যে যাতায়াত করে অর্থ পাচার করেন বলে স্বীকার করেছেন।

 

মআ/চখ

এই বিভাগের আরও খবর