বন্দরের ধুপপোলে ছুরিকাঘাতে যুবক খুন
চট্টগ্রাম নগরের বন্দর থানার ধুপপোল এলাকায় মোহাম্মদ মুসলিম উদ্দিন (৪৮) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রোববার রাত সাড়ে ৮ টার দিকের এ ঘটনা।
পুলিশ ও এলাকাবাসীর অভিযোগ, চাঁদাবাজিতে বাঁধা দেওয়ায় তাঁকে খুন করা হয়।
নিহত মোহাম্মদ মুসলিম বন্দর থানাধীন ৩৮ নং দক্ষিণ মধ্য হালিশহর আমির খান মিস্ত্রি বাড়ীর মোঃ মিয়ার মেঝ সন্তান।
নিহতের চাচা মো. আলী হোসাইন বলেন, আমরা নিজেরাও বিএনপি পরিবারের সদস্য। কিন্তু দুঃখজনকভাবে মিজান নামের এক সন্ত্রাসী বিএনপি পরিচয় দিয়ে এলাকার একটি স্ক্র্যাপের দোকানে চাঁদাবাজির চেষ্টা করছিল। তার সঙ্গে আমির নামের আরও একজন ছিল। এসময় দোকানটির সামনে থাকা মুসলিম প্রতিবাদ করায় তাকে ছুরিকাঘাত করে মিজান। আমরা তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে এ ঘটনায় আজ সোমবার সকাল সাড়ে ৮ টা পর্যন্ত থানায় মামলা দায়ের হয়নি।
- ফখ|চখ