chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভারতে পৌঁছেছেন শান্তরা

ভারতের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলার উদ্দেশ্যে বাংলাদেশ দল ভারতে পৌঁছেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সন্ধ্যা ৬টার দিকে এক ভিডিও পোস্ট করে এই খবর নিশ্চিত করেছে।

আজ রবিবার দুপুর একটার ফ্লাইটে চেন্নাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়েন নাজমুল হোসেন শান্তরা। বাকি ছিলেন সাকিব আল হাসান। বাঁহাতি এই অলরাউন্ডার ইংল্যান্ড থেকে সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন।

ভারত সিরিজের আগে পাকিস্তানে দারুণ সময় কাটিয়েছে বাংলাদেশ দল। রাওয়ালপিন্ডিতে দুই টেস্ট ম্যাচের সিরিজে দারুণ জয়ের পর খুব একটা বিশ্রামে ছিল না বাংলাদেশ দল।

দেশ ছাড়ার আগে বিমানবন্দরে অধিনায়ক শান্ত সংবাদমাধ্যমকে নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে গেছেন, ‘এই সিরিজটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে। কারণ তারা আমাদের থেকে র‌্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচদিন ভালো ক্রিকেট খেলা। কারণ বেশিরভাগ ম্যাচে শেষ দিনে গিয়ে ফলাফল হয়। তাই শেষদিন পর্যন্ত খেলা নিতে পারলে আমাদের হয়তো একটা সুযোগ থাকবে। কী ধরনের পরিকল্পনা করা প্রয়োজন, সেটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কোচের সঙ্গে কথা হয়েছে। সেখানে আমাদের যেহেতু অনুশীলন সেশন রয়েছে, তাই আশা করছি ভালো কিছুই হবে।’

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি চেন্নাইয়ের এম এ চিদাম্বারম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বরে। দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে ২৬ সেপ্টেম্বরে কানপুরে। দুটি টেস্ট ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে বাংলাদেশ দল।

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশ স্কোয়াড-

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, জাকের আলি অনিক, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ।

চখ/ককন

এই বিভাগের আরও খবর