chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাঙামাটিতে বিএনপির  ৯ নেতাকর্মী বহিস্কার

জনমনে আতঙ্ক সৃষ্টি, হুমকি, ভয়ভীতি প্রদর্শন, বিশৃঙ্খলাসহ নানান অভিযোগে রাঙামাটিতে নেতাকর্মীকে বহিস্কার করেছে জেলা বিএনপি। তবে বাঘাইছড়িতে বহিস্কৃত দুই নেতার দলীয় পদবি উল্লেখ করা হলেও বাকি জনের পদবি উল্লেখ করা হয়নি। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে পৃথক তিনটি বিবৃতিতে নেতাকর্মী, সমর্থককে বহিস্কারের কথা জানিয়েছে জেলা বিএনপি।

 

রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু ও সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুনের সই করা বিবৃতিতে বহিস্কারের কথা জানানো হয়েছে।

বহিস্কৃতরা হলেন- জেলার বাঘাইছড়ি পৌর বিএনপির সদস্য মো. নাছির ও বাঘাইছড়ি পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. বখতেয়ার। এছাড়া রাঙামাটি জেলা শহরের পৌর এলাকার পুরাতন বাসস্টেশন এলাকার মোহাম্মদ কালু মিয়া (কসাই কালু), মো. ফারুক, মো. ইকবাল, মো. জুয়েল ও মহিলা কলেজ এলাকার মোহাম্মদ রানা, মো. লিটন এবং মো. রুবেল।

 

পৃথক তিনটি বিবৃতিতে একই ভাষায় জানানো হয়েছে, দলের নির্দেশনা অমান্য করে সংগঠন ও শৃঙ্খলাবিরোধী কর্মকা- চালিয়ে সুনাম ও দলীয় শৃঙ্খলা নষ্ট করায় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে দলের প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পর্যায়ের/অঙ্গ সংগঠনের পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক সাময়িক বহিষ্কার করা হলো।

 

এ প্রসঙ্গে জানতে চাইলে রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ কারীদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য কেন্দ্র থেকে আমাদের নির্দেশনা রয়েছে। বহিষ্কারকৃতরা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থক। তাদের প্রাথমিক সদস্য পদসহ সাময়িক বহিষ্কার করা হয়েছে।’

 

চখ/পবর

এই বিভাগের আরও খবর