সিএমপির ৩ থানা পেল নতুন ওসি
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তিন থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) নগর পুলিশের কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নিয়োগ দেওয়া হয়।
নিয়োগপ্রাপ্ত তিনজনই পরিদর্শক পদমর্যাদার। একইসাথে বায়েজিদ বোস্তামি থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তাকে কাউন্টার টেররিজমে বদলি করা হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, বায়েজিদ থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় কুমার সিনহাকে সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটে বদলি এবং তার স্থলে সিটিএসবির পরিদর্শক মো. আরিফুর রহমানকে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পরিদর্শক কাজী মো. রফিক আহমেদ এবং পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে মো. বাবুল আজাদকে পদায়ন করা হয়েছে।
জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও আদেশে জানানো হয়।
চখ/ককন