বহদ্দারহাটে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
নগরীর বহদ্দারহাট বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে নানা অভিযোগের ভিত্তিতে ৩ প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) এই অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়, ছাত্র-জনতা, ক্যাব, পুলিশের চাঁদগা থানার একটি টিমের সমন্বয়ে বহদ্দারহাট বাজার এলাকায় কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময়য় বাজারে মূল্য তালিকা না থাকায় নাজেমের সবজির দোকানকে পাঁচ হাজার টাকা, মামুনুর রশীদের সবজির দোকানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, ক্রয় ভাউচার না রেখে ক্রয়মূল্য বেশি দেখিয়ে কাচা মরিচসহ বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করার দায়ে ওয়াহেদ সবজির দোকানকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চখ/ককন