chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সারাদেশে ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৫৬১  

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৬১ জন হাসপাতালে ভর্তি এবং নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।    

প্রতিবেদনে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫৬১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ২৯২ জন রয়েছেন। এছাড়াও ঢাকা বিভাগে ১০৬ জন, চট্টগ্রাম বিভাগে ৬১ জন, খুলনা বিভাগে ৩৪ জন, ময়মনসিংহ বিভাগে ৮ জন, রাজশাহী বিভাগে ৯ জন, বরিশাল বিভাগে ৩৬ জন এবং রংপুর বিভাগে ১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৭ হাজার ৮৪৫ জন। যাদের মধ্যে ৬১ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ১ শতাংশ নারী। এছাড়া এখন পর্যন্ত মৃত ১০৩ জনের মধ্যে ৫১ দশমিক ৫ শতাংশ নারী এবং ৪৮ দশমিক ৫ শতাংশ পুরুষ।

চখ/ককন

এই বিভাগের আরও খবর