chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভয় ধরাচ্ছে ডেঙ্গু, একদিনে ভর্তি ৬ শতাধিক   

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে আরও এক জনের। সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

এ নিয়ে চলতি বছরে মশাবাহিত রোগটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭।

প্রতিবেদনে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৬১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ৩১২ জন রয়েছেন। এছাড়াও ঢাকা বিভাগে ১০৪ জন, চট্টগ্রাম বিভাগে ৯৪ জন, বরিশাল বিভাগে ২৪, খুলনা বিভাগে ৬০ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন, রাজশাহী বিভাগে ১৩ এবং রংপুর বিভাগে ২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৬ হাজার ২৮৫ জন। যাদের মধ্যে ৬১ দশমিক ৬০ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৪০ শতাংশ নারী। এছাড়া এখন পর্যন্ত মৃত ৯৭ জনের মধ্যে ৫১ দশমিক ৫০ শতাংশ নারী এবং ৪৮ দশমিক ৫০ শতাংশ পুরুষ।

চখ/ককন

এই বিভাগের আরও খবর