chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মিরসরাই সীমান্তে পাচারকালে ইলিশ জব্দ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় ১৮ পিস ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি। রবিবার (৮ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে সীমান্তবর্তী অলিনগর (আমলীঘাট) এলাকায় মাছগুলো জব্দ করা হয়।  

জব্দকৃত মাছগুলো সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে ২১ হাজার ৬০০ টাকা নিলামে বিক্রি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন অলিনগর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার খুরশিদ আলম।

তিনি বলেন, ভারতে পাচারের সময় আমাদের টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মাছগুলো রেখে পালিয়ে যান। পরে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। তবে পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

চখ/ককন

এই বিভাগের আরও খবর