chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

লোহাগাড়া থানা হেফাজত থেকে ফসকে গেল আসামি

ওসিসহ ৪ পুলিশ প্রত্যাহার

চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশ হেফাজত থেকে সাইফুল ইসলাম (৩৩) নামে এক আসামি পালিয়ে গেছে। সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, পুলিশের সহযোগিতায় সাইফুল পালিয়েছে। তারা বলছেন, আওয়ামী লীগ সরকারের আমলে যুবলীগ নেতা সাইফুল এলাকায় নানাভাবে সাধারণ মানুষকে হয়রানি করত।

এদিকে এ ঘটনায় থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলামসহ ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আরিফুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ডিএসবি চট্টগ্রামের পুলিশ সুপার স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তা সূত্রে এই তথ্য জানা যায়। এ ঘটনায় এসআই নাছিমা আক্তার, এসআই আমির হোসেন ও কনস্টেবল এম এনামুল হককেও প্রত্যাহার করে চট্টগ্রাম পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান বলেন, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। কোনো পুলিশ সদস্যের সহযোগিতার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, উপজেলার কলাউজান ইউনিয়নের বাংলা বাজারের দক্ষিণ পাশে বাহাদুর পাড়ায় আবদুল আলমের বাড়ি থেকে একাধিক মামলার আসামি আত্মগোপনে থাকা যুবলীগ নেতা সাইফুল ইসলামকে আটক করে স্থানীয়রা। পরে তাকে থানায় এনে পুলিশের কাছে সোপর্দ করে। সেখান থেকে পালিয়ে যায় যুবলীগ নেতা সাইফুল ইসলাম।

এদিকে, পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ও অতিরিক্ত পুলিশ সুপার সাতকানিয়া সার্কেলের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে যাচ্ছে। এছাড়াও জেলা গোয়েন্দা শাখার দুটি টিমও অভিযান অব্যাহত রেখেছে বলে জানা গেছে।

ফখ/চখ

এই বিভাগের আরও খবর